সিলেটে লাকী আক্তার নামের এক কিশোরী গৃহপরিচারিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানাচ্ছে, চিকিৎসকের বরাত দিয়ে নিহতের গলায় বিষের আলামত পাওয়া গেছে। তবে, নিহতের পরিবার অভিযোগ করছে, নগরের মেজরটিলা এলাকায় ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের বাসায় নির্যাতন করে তাকে হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে। তারা আরও দাবি করছেন, এর আগে এসব নির্যাতনের ঘটনা ঘটেছিল।
নিহত গৃহপরিচারিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার (২২ মার্চ) রাতে লাকী আক্তারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার তাদের জানান যে, লাকী আক্তারের পেটে ব্যথা ছিল। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে রেখে জাকারিয়া এবং তার পরিবার পালিয়ে যায়। সোমবার (২৪ মার্চ) সকালে লাকী আক্তারের মৃত্যুর খবর পান তার স্বজনরা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকী আক্তারের মরদেহ সুরতহাল করে শাহপরান থানা পুলিশ। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময় সংবাদকে জানান, প্রাথমিকভাবে গলায় বিষের আলামত পাওয়া গেছে, তবে বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।
এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, এর আগেও লাকী আক্তারকে নির্যাতন করা হয়েছিল। তারা দাবি করছেন যে, জোরপূর্বক হারপিক খাইয়ে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চিকিৎসক ডা. জাকারিয়া আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি পুরো অভিযোগের বিষয়টি এড়িয়ে যান।
মামলার ব্যাপারে শাহপরান থানার ওসি মো. মনির হোসেন সময় সংবাদকে জানান, এখনো মামলা দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর নির্যাতনের বিষয়টি নিশ্চিত করা যাবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।