সিলেট শহরে পুলিশের পৃথক অভিযানে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর মিরাবাজার এবং পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তারকৃতদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বিল্লাল আহমদ, আক্তার আহমদ, হামিদুর রহমান এবং আজহার। তাদের কাছ থেকে ২টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।