সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে আজ ০৯ এপ্রিল বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটে জাতীয় অনুষ্ঠান সূচির সাথে মিল রেখে ১৪ এপ্রিল সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নাগরি চত্ত্বর, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লু- বার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল ৯টায় ব্লু- বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকল জাতি গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি শোভাযাত্রায় অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাইরে অতিরিক্ত সামগ্রী বহণ না করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।
মোহাম্মদ শের মাহবুব মুরাদ আরো বলেন, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি নববর্ষের অনুষ্ঠানের নামে জেলার কোথাও যেন জুয়া বা অশ্লীল কিছু কোনক্রমেই স্থান না পায় সে বিষয়ে স্থানীয় প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার দেবাশীষ দাশ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসাইন খান, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম-উপপরিচালক দিলীপ কুমার সাহা, কৃষি সম্প্রশাসন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবল সরকার, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক মো. দেলওয়ার হোসেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, জেলা ক্রীড়া বিষয়ক মো. নূর হোসেন প্রমুখ।