সিলেটে বাটা দোকান থেকে জুতা চুরির অভিযোগে আরো দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদেরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আটককৃতরা হলেন মোঃ রাকিব মিয়া (১৯), পিতা হাবিবুর রহমান, মাতা রেকসুনা বেগম, আলিপুর, ঝালকাটি জেলার আলিপুরের মো. রাকিব মিয়া (১৯) ও মাদারীপুর জেলার তাঁতিহাটি এলাকার মো. বাবু শেখ (১৮)। তারা বর্তমানে সিলেটের শাহ-জালাল মাজারের ভিতর অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমাবার বাটায় লুটপাটের সাথে জড়িত ছিল। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।