সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
এ ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অনুমতি ছাড়া কোটি টাকার সাদা পাথর লুট করা হয়েছে। পাথর চুরি খনি ও খনিজ সম্পদ আইন, ১৯৯২ এবং ২০১২ সালের বিধিমালা লঙ্ঘন করেছে। এছাড়াও এটি দণ্ডবিধির চুরির (ধারা ৩৭৯) ও সরকারি কাজে বাধা দেওয়ার (ধারা ৪৩১) অপরাধ।
পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে ১২০টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে এবং পাথর আগের জায়গায় ফিরিয়ে দিতে ৭ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।