সিলেটে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তিনি মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন এবং করোনার সঙ্গে সঙ্গে অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেটে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে। উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন করোনায় সিলেটে একজনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করা হয়, যাদের মধ্যে ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।