টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। আজ (শুক্রবার) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি। ঢাকায় পৌঁছানোর পর ডাচদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিমানবন্দর থেকে কিছু সময় বিশ্রাম শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দেয় দলটি। আগামী শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ।
এর আগে চলতি মাসে ভারতের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হয়ে যায়, ভারতের সরকারের অনুমতি না পাওয়ায়। ফলে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বিকল্প খুঁজতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আমন্ত্রণেই বাংলাদেশ সফরে এসেছে ডাচরা।
সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবে সফরকারী দল। আগামীকাল ও পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পরিকল্পনা রয়েছে তাদের।
এটাই নেদারল্যান্ডসের প্রথম দ্বিপক্ষীয় সফর বাংলাদেশে। এর আগে দুটি দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চারটিতে জয় পেয়েছে, আর একটি জিতেছে নেদারল্যান্ডস। প্রথম মুখোমুখি হয়েছিল ২০১২ সালে হেগে—সেখানে একটি করে ম্যাচ জিতেছিল উভয় দল। পরবর্তীতে ২০১৬ সালে ধর্মশালা, ২০২২ সালে হোবার্ট এবং সর্বশেষ ২০২৪ সালে কিংস্টোনে জয় পায় টাইগাররা।
তবে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত তিন ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে, হেরেছে দুইটিতে। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে ডাচদের কাছে হারের তিক্ত স্মৃতি এখনো তাজা।