সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য ও অবৈধ সামগ্রী জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোর বিভিন্ন বিওপি—তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা এবং শ্রীপুরে একাধিক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদসহ নানাবিধ চোরাচালানী পণ্য এবং পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এছাড়া ৪৮ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ টাস্কফোর্স অভিযানে অংশ নিয়ে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকায় ফতেপুর নামক স্থানে একাধিক ট্রাকে করে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করে।
সমগ্র অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম বলেন,
“সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এই অভিযান তারই একটি সফল দৃষ্টান্ত।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।