সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক: নিষিদ্ধ মেডিসিনসহ গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং (২৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সংগ্রামপুঞ্জি এলাকায় অনুপ্রবেশের সময় ডাব্বর লাংকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বিজিবি তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম নিষিদ্ধ মেডিসিন অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়। আটক ভারতীয় নাগরিক এবং উদ্ধারকৃত পাউডার আইনগত প্রক্রিয়ার জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবি নিয়মিত টহল চালানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় অনুপ্রবেশ রোধে সক্রিয় রয়েছে।
আটক ভারতীয় নাগরিক ডাব্বর লাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে এমন ঘটনায় বিজিবি আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
এ ঘটনা সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে আলো ফেলেছে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সামগ্রী পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও বিজিবির যৌথ কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে।
সীমান্তে ভারতীয় নাগরিক আটক এবং নিষিদ্ধ মেডিসিন উদ্ধার বিজিবির কার্যক্রমের সফলতার একটি দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।