সীমান্তে সাউন্ড গ্রেনেড নিয়ে বিএসএফের দুঃখ প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যদের হাতে সাউন্ড গ্রেনেড দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (১৮ জানুয়ারি) সীমান্তে সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করার অভিযোগ উঠে।
স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় ফসলের ক্ষতি করে। এ সময় গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, ককটেল ও তীর-ধনুক দিয়ে হামলা চালায়। এতে ২৫-৩০ জন বাংলাদেশি ও একজন বিজিবি সদস্য আহত হন।
বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এই ঘটনায় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।