সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং ওমানও ঈদের তারিখ ঘোষণা করে। তবে এসব দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন।
মালয়েশিয়ায় মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা না যাওয়ায় সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৯ মে থেকে জিলহজ শুরু হবে। সে অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।
ইন্দোনেশিয়া ও ওমান ৬ জুন শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ব্রুনাইয়েও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ উদযাপন হবে ৭ জুন।
এভাবে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখে পার্থক্য দেখা যাচ্ছে।