Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্টেনহাগেন মসজিদ রক্ষায় চ্যানেল এস-এ বিশেষ চ্যারিটি আপিল আজ সন্ধ্যায়

ডেস্ক সংবাদ

স্টেনহাগেন মসজিদ নির্মাণ ও রক্ষায় শুক্রবার (১৫ই আগস্ট) চ্যানেল এস-এ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ একটি লাইভ ফান্ডরেইজিং চ্যারিটি আপিল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে চ্যানেল এস-এর স্টুডিও থেকে, যা সরাসরি দেখতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত দর্শকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদটির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে এবং স্থায়ীভাবে নির্মাণকাজ এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে অর্থ সংগ্রহ প্রয়োজন। অন্যথায়, এটি ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চ্যারিটি আপিলের জন্য নির্ধারিত অনুদান কাঠামোতে রয়েছে:
সাধারণ অনুদান: £৫০
৫০টি ইটের প্যাকেজ: £১০০
একটি মুসাল্লা: £৩০০
ওযুখানা: £৫০০
‘জান্নাত ওয়াল’: £১,০০০

এছাড়া যারা বড় অঙ্কের অনুদান দিতে ইচ্ছুক, তাদের জন্য রয়েছে £৫,০০০, £১০,০০০, £২৫,০০০ ও £৫০,০০০ ক্বারযে হাসানাহ দানের সুযোগ।

অনুদান দেওয়া যাবে অনলাইনে:
👉 justgiving.com/campaign/swedenmosque
অথবা ফোনে যোগাযোগ: 📞 ০২০৮ ৫২৩ ১৬৬৬
মুসলিম কমিউনিটির প্রতি এ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। চ্যানেল এস এই উদ্যোগের মিডিয়া পার্টনার হিসেবে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

🌿 কোরআনের আলোকে মসজিদে দান ও সওয়াব:
1. “আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণকারীদের প্রশংসা:

وَأَنَّ ٱلْمَسَـٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا۟ مَعَ ٱللَّهِ أَحَدًۭا
“আর মসজিদসমূহ আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কারো ডাকে সাড়া দিও না।”
📖 সূরা আল-জিন: ১৮

🔹 এই আয়াতে বোঝানো হয়েছে, মসজিদ আল্লাহর ঘর—সেই ঘরের খেদমতে অংশগ্রহণ মানে আল্লাহর পথে খেদমতে অংশগ্রহণ।

2. আল্লাহর রাস্তায় দানের ফজিলত:

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍ ۗ
“যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রতিটি শীষে থাকে একশত শস্যবীজ।”
📖 সূরা আল-বাকারা: ২৬১

🔹 অর্থাৎ, একটি দান আল্লাহর পথে করলে তা সাতশ গুণ পর্যন্ত সওয়াব হতে পারে।

🌿 হাদীসের আলোকে মসজিদে দানের ফজিলত:
1. মসজিদ নির্মাণের ফজিলত:

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ:
“مَنْ بَنَى مَسْجِدًا يَبْتَغِي بِهِ وَجْهَ اللهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ”

“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।”
📚 সহীহ বুখারী ও মুসলিম

🔹 এ হাদীসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়, মসজিদ নির্মাণে অংশগ্রহণকারীরা জান্নাতে আল্লাহর বিশেষ নেয়ামতের অধিকারী হবেন।

2. স্থায়ী সওয়াবের কাজ (সাদাকায়ে জারিয়া):

إِذَا مَاتَ الإِنسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلاَثَةٍ… وَصَدَقَةٍ جَارِيَةٍ

“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া। তার মধ্যে একটি হলো স্থায়ী সাদাকা (সদকায়ে জারিয়া)।”
📚 সহীহ মুসলিম

🔹 মসজিদ নির্মাণ বা ওয়াকফ করার দান হলো সাদাকায়ে জারিয়ার অন্যতম শ্রেষ্ঠ রূপ। যতদিন মানুষ সেই মসজিদে ইবাদত করবে, ততদিন দানকারীর আমলনামায় সওয়াব লেখা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
স্টেনহাগেন মসজিদ রক্ষায় চ্যানেল এস-এ বিশেষ চ্যারিটি আপিল আজ সন্ধ্যায়
স্টেনহাগেন মসজিদ রক্ষায় চ্যানেল এস-এ বিশেষ চ্যারিটি আপিল আজ সন্ধ্যায়
Screenshot_5
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
Screenshot_4
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
received_1973123996850326
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত

সম্পর্কিত খবর