Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে’ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র?

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে। তাদের কেউ পাঞ্জাবের বাসিন্দা, কেউ গুজরাটের, কেউ আবার মহারাষ্ট্রের।
পাঞ্জাবের গুরুদাসপুর জেলার হরদোরওয়াল গ্রামের বাসিন্দা জসপাল সিং তাদেরই একজন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) তাদের বিমান নেমেছে পাঞ্জাবের অমৃতসরে। কেমন ছিল সেই পথের অভিজ্ঞতা? কোন পথেই বা পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রে? জানালেন জসপালরা।
অভিযোগ উঠেছে, হাতকড়া পরিয়ে এবং পা শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠানো হয়েছে ১০৪ ভারতীয়কে। ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, এভাবেই নাকি অমৃতসর পর্যন্ত নিয়ে আসা হয়েছিল জসপালদের। অমৃতসর বিমানবন্দরে নামার পর বাঁধন খোলা হয়। এরপর ভারতেও চলে জিজ্ঞাসাবাদ পর্ব।
হাত-পা বেঁধে বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সেও (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে। তবে ভিটিওটি’র সত্যতা নিশ্চিত করা যায়নি। অর্থাৎ, পায়ে শিকল দিয়ে যাদের বিমানে তুলতে দেখা গেছে তারা ভারতীয় কি না কিংবা সেটি কোন জায়গার ঘটনা সেটি যাচাই করা যায়নি।
এদিকে, ওই অবৈধ অভিবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিল পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। এভাবেই শেষ হয় যুক্তরাষ্ট্র থেকে ১০৪ ভারতীয়র দেশে ফেরার দীর্ঘ যাত্রা।
বয়স ৩৬। বিদেশ যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে গত বছরের জুলাই মাসে এক ট্র্যাভেল এজেন্টের হাত ধরে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন জসপাল। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সব নিয়ম মেনে আইনি পথেই তাকে পাঠানো হবে। রফা হয়েছিল ৩০ লাখ রুপিতে। সেই মতো প্রথমে ব্রাজিলে পৌঁছান জসপালরা। সেখানে পৌঁছেই জসপাল প্রথম জানতে পারেন, তার ভিসাটি বৈধ নয়। তার সঙ্গে প্রতারণা করেছেন ওই এজেন্ট।
ব্রাজিলে ছয় মাস থাকার পর অবৈধ পথে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান জসপাল। ধরা পড়ে যান মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। সেই থেকে নামের পাশে জুড়ে যায় ‘অবৈধ অভিবাসী’ পরিচয়।
কোন পথে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন ওই ১০৪ ভারতীয়র একজন হরবিন্দর সিং? তার কথায়, ‘আমরা ভেবেছিলাম বৈধ পথেই যাচ্ছি। প্রচুর টাকাও খরচ করেছিলাম। টাকা ধার পর্যন্ত করতে হয়েছিল। কাতার, ব্রাজিল, পেরু, কলম্বিয়া— নানা দেশ পেরিয়ে মেক্সিকোয় পৌঁছাই।
সেখান থেকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে। মাঝে বনজঙ্গল, পাহাড়-পর্বত হেঁটে পেরিয়েছি। আমাদের সঙ্গীরা কেউ পানামার জঙ্গলে প্রাণ হরিয়েছেন, কেউ পাহাড় থেকে পড়ে গেছেন। কোনো দিন ভাত জুটেছে, কখনো জোটেনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছাই।’
বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। বিমানটি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন নারী এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।
তবে অবৈধ অভিবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই ভারতে তাদের গ্রহণ করা হবে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
Screenshot_27
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
Screenshot_26
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Screenshot_25
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
New Project
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
Screenshot_23
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

সম্পর্কিত খবর