Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

৩১ রান করে তিনটি মাইলফলক স্পর্শ করলেন বাবর

ডেস্ক সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ম্যান ইন গ্রিনরা। দল হারলেও দ্বিতীয় ম্যাচে তিনটি মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। এদিন তিনে ব্যাট করতে নেমে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। এতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের দেখা পান তিনি।
এই ম্যাচে মাঠে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বাবরের মোট রান ছিল ১৩,৯৯৮। চতুর্থ ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে পঞ্চম পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েন বাবর আজম। এর আগে ইনজামাম–উল–হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিঁয়াদাদ মাইলফলকটি স্পর্শ করেছেন।
বর্তমানে ৩৩৮ ইনিংসে বাবরের রান ১৪,০২৯। ৫৫১ ইনিংসে ২০,৫৮০ রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানসংখ্যায় সবার ওপরে ইনজামাম। ইউনিস ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান নিয়ে দ্বিতীয়। ৪৩২ ইনিংসে ১৭,৩০০ রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মিঁয়াদাদের সংগ্রহ ৪০৭ ইনিংসে ১৬,২১৩ রান।
এ ছাড়াও ৩১ রানের ইনিংস দিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতেও একটি রেকর্ড গড়েছেন বাবর। এই সংস্করণে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড এখন তার। ২৯৮ ইনিংসে বাবরের রানসংখ্যা এখন ১১,০২০। এই পথে বাবর ভেঙেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড। মাইলফলকটিতে পৌঁছাতে গেইলের লেগেছিল ৩১৪ ইনিংস। অর্থাৎ প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০-এর কম ইনিংস খেলে ১১ হাজার রানের দেখাও পেলেন বাবর।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার এবং স্বীকৃত টি–টোয়েন্টিতে ১১ হাজার রানই নয়, বাবর আরও একটি হাজারের মাইলফলক স্পর্শ করেছেন। ৩১ রানের ইনিংসের পথে ছুঁয়েছেন পেশাদার ক্রিকেটে ২৬ হাজার রানের ঘর।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-51623-1737116182
ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার
ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার
reform-2-768x432 (1)
সংস্কার প্রস্তাব: সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের
সংস্কার প্রস্তাব: সরকারের মেয়াদ ও প্রার্থিতার ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের
musk_tulip
টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট
টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট
Screenshot_20250117-182520
সিলেটের চাঁদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিলেটের চাঁদনীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
rijvi-2-768x432
শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী
শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী
imran-khan-2-768x432
ইমরান খানের ১৪ ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
ইমরান খানের ১৪ ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

সম্পর্কিত খবর