বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্য আবার চালু করেছে প্রায়োরিটি (Priority) ভিসা সেবা, যার মাধ্যমে ভিসা আবেদনের মাত্র ৫ কর্মদিবসে ভিসা পাওয়া যাবে। তবে এই দ্রুত সেবার জন্য অতিরিক্ত £৫০০ (পাঁচশ পাউন্ড) পরিশোধ করতে হবে, যা মূল ভিসা ফি’র বাইরে।
ব্রিটিশ হাইকমিশনের ঘোষণায় জানানো হয়, দ্রুত যুক্তরাজ্যে যাওয়ার প্রয়োজন হলে এই প্রায়োরিটি ভিসা সুবিধা ব্যবহার করা যাবে। তবে এতে অতিরিক্ত খরচ যুক্ত হলেও সময় বাঁচবে উল্লেখযোগ্যভাবে।
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে:
gov.uk/faster-decision-visa-settlement