বরিশাল কেন্দ্রীয় কারাগারে গোয়েন্দা সংস্থার সদস্য সেজে প্রবেশের চেষ্টাকালে মেহেদী হাসান শাওন নামে এক প্রতারককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কারাগারে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে এসে তিনি ধরা পড়েন।
কারা কর্তৃপক্ষ জানায়, শাওন নিজেকে ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন এবং সন্দেহ হলে তার কাছে পরিচয়পত্র চাইলে তা দেখাতে পারেননি। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে কখনো ডিজিএফআই, কখনো বিজিবি কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা করে আসছেন। এমনকি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আটক শাওনের বাড়ি বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে। তার কাছ থেকে একটি ওয়াকিটকিও জব্দ করা হয়েছে।
কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাওন ২০২৪ সালে একটি মামলায় কারাবন্দী ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।