আইনমন্ত্রীর মত অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই
আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেভাবে মতামত দেওয়া হয়েছে তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’I was inspired to put this course together because it is my belief that learning can and should be fun, and while not all the courses can be about television series, some ‘Star Trek’ can!

Related Post :

