
জগন্নাথের মন্ডপে হবে দেবী সরস্বতী পূজা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি বাজেট দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।
তিনি বলেন, পূজা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা নিয়ে আমরা একটি বাজেটও বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েছি।
বিগত কয়েক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে আলাদাভাবে সরস্বতী পূজা উদযাপন করা হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এবার কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।
সুষ্ঠুভাবে পুজা পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি আহ্বায়ক কমিটি। কমিটিতে মিথুন বাড়ৈ আহ্বায়ক এবং সজীব বৈদ্য, জয় শর্মা, সৌরভ দাস, সবুজ সরকার ও অভিজিৎ বিশ্বাস যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন।
এছাড়াও সদস্য হিসেবে আছেন মৈত্রী বাড়ৈ, সুমিত দত্ত, সৌরভ ঘোষ, সম্পদ হালদার, শুভ পাল, অন্তি সাহা, পিয়াল দাস অনুপ, শিমু তালুকদার, পারিজাত বিশ্বাস, সুচন্দা রাণী দেব, সুবর্ণা সাহা, পর্না নন্দী, আদীপ্ত শর্মা ও গোপাল রায়।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।’