
সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৯
সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য মতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২ জনই সিলেট জেলার। এ সময় সিলেট বিভাগে ১ হাজার ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৬৮ শতাংশ, যা আগের দিন ছিল ২১ দশমিক ৩৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৮৯ জনের মধ্যে সিলেট জেলার ২৮৪, সুনামগঞ্জে ৩৮ হবিগঞ্জে ২৩ ও মৌলভীবাজার জেলার ৪৪ জন রয়েছেন। এতে সংক্রমনের হার জেলা ভিত্তিক হচ্ছে সিলেট জেলায় ২১ দশমিক ৮৩ ভাগ, সুনামগঞ্জে ৩৩ দশমিক ৬৩,হবিগঞ্জে ১৪ দশমিক ৭৪ ও মৌলভীবাজার জেলায় ১৯ দশমিক ৬৪ ভাগ রয়েছে। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ১৭০ জন। এর মধ্যে আইসিইউ’তে ভর্তি আছেন ১৭ জন,যা আগের দিন ছিল ১২ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ১৬০ জন। গত একদিনে সিলেট বিভাগে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ১৭৪ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৬২৪ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ২ হাজার ১ জন।
অপরদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দশনানুযায়ী সবধরনের টিকাদান কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।