
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।
পাবনাগামী এসআই এন্টারপ্রাইজের চালক হেলাল মিয়া বলেন, সকাল ৭টা থেকে দেড় ঘন্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘন্টা সময় লাগবে।
সিরাজগঞ্জগামী রাবেয়া বলেন, সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আটকা পড়েছি। এতে আমার ও আমার ৫ বছরের ছেলের কষ্ট হচ্ছে। আশে পাশে কোন দোকানও নেই।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হয়েছে। এতে করে যানবাহনগুলো ঠিক মতো টানতে না পারায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।