
ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় মারা গেছেন ৩০৩ জন, শনাক্ত ৮৮ হাজারের বেশি
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও আক্রন্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোনভাবেই যেন করোনার লাগাম টানা যাচ্ছে না। এরই মধ্যে ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
দেশটিতে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ১৭১ জন। যা গত বুধবার ছিলো ৮৮,০৮৫ জন, মঙ্গলবার ছিলো ১,১২,৪৫৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৩২ জন।
এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩০৩ জন। গত বুধবার ছিলো ৫৩৪ জন, মঙ্গলবার ছিলো ২১৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩০ জন।
এদিকে দেশটিতে এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ১০৪ জন।