
রাজধানীতে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজধানীর রামপুরায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু নাছের পাটোয়ারী (৩৮) নিহত হয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় রামপুরা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই শাহরিয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে রামপুরা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী ট্রাক জব্দ চালক ও হেলপার আটক রয়েছে।
নিহতের বড় ভাই ইয়াসীন পাটোয়ারী জানান, সকালে মেরাদিয়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে গুলশানে তার কর্মস্থলে যাওয়ার সময় রামপুরায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। পেশায় তিনি গুলশানে চিটাগাং বুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ম্যানেজার ছিলেন।
মৃত আবু নাছের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মানিক নগর গ্রামের মৃত আবু তাহের পাটোয়ারীর ছেলে।
বর্তমানে মেরাদিয়া লালমিয়া গলিতে নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। দুই ভাই পাঁচ বোনের মধ্যে এসেছিল পঞ্চম দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।