
ভিয়েনা আলোচনা প্রতিশ্রুতি থেকে দূরে: ইরান
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রোববার বলেছেন, ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক চুক্তিতে পুনরায় ফিরে যাওয়ার লক্ষ্যে ভিয়েনা আলোচনায় তাদের অঙ্গীকারে “ভারসাম্য” তৈরি করতে ব্যর্থ হয়েছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি আলী শামখানি টুইটার পোস্টে বলেছেন, ভিয়েনা আলোচনায় সীমিত অগ্রগতি সত্ত্বেও, আমরা পক্ষগুলির অঙ্গীকারে প্রয়োজনীয় ভারসাম্য অর্জন থেকে এখনও দূরে রয়েছি।
তিনি আরো বলেন, “একটি ভাল চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অঙ্গীকারের ভারসাম্যের জন্য ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।” খবর এএফপি’র।
ইরান পুনরায় ২০১৫ সালের চুক্তিতে পৌঁছার লক্ষ্যে প্রত্যক্ষভাবে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সাথে এবং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে। চুক্তিটি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত।
কয়েক মাসের অচলাবস্থার পর, সাম্প্রতিক সপ্তাহগুলিতে চুক্তিটি পুনরুজ্জীবিত করার লক্ষে অগ্রগতি হয়েছে। চুক্তিটির লক্ষ্য ইরানকে পারমাণবিক বোমা তৈরীর সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। ইরান বরাবরই এ লক্ষ্য অর্জনের বিষয়টি অস্বীকার করে আসছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে যান ও ইরানের উপর পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন, যা ইরানকে চুক্তির অধীনে তার প্রতিশ্রুতিগুলো থেকে সরে যেতে প্ররোচিত করে।