
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় পীর হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমান পেশাদার সাংবাদিক হিসাবে ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন সময় সরকারি ও ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যে সফর করেছেন। এই সময়ে যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক সমাজের সাথে তাঁর গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তিনি যখনই যুক্তরাজ্যে এসেছেন সব সময় এখানকার কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, মরহুম পীর হাবিবুর রহমান যুক্তরাজ্যের সাংবাদিক পরিবারের একজন হিসেবেই বিবেচিত হতেন। সাংবাদিকতায় তাঁর অবদান যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মরহুমের পরিবার ও স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই।
বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান ১৯৬২ সালের ১২ নভেম্বর হাছননগরের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তার বাবা রইছ আলী পীর ও মা সৈয়দা রাহিমা খানমের আট সন্তানের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তার ছোট ভাই পীর ফজলুর রহমান মিসবাহ সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করছেন।
শনিবার বিকেল ৪টা দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান।