
ট্রাকচালকদের আন্দোলন: কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি
ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোভিডকালীন কড়াকড়ির মধ্যে দেশটিতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা। বিবিসির খবর।
অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গেছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
তবে, এ জরুরি অবস্থা কতদিন বা কতক্ষণ থাকবে তা নির্দিষ্ট করে বলেননি মেয়র জিম ওয়াটসন। যাঁরা আন্দোলনকারীদের সহায়তা করছেন তাদেরকে আটক করা হতে পারে এবং নিরাপত্তাকাজে ও জরুরি বিভাগে নিয়োজিতেরা প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র।
অটোয়ার মূল মূল সড়কে ট্রাক রেখে সড়ক আটকে ব্যারিকেড গড়ে তুলে আন্দোলন করছেন ট্রাকচালকেরা। এ ব্যারিকেডকে ‘ফ্রিডম কনভয়’ বলছেন আন্দোলনকারীরা। বিক্ষোভে হাজার হাজার ট্রাক নিয়ে অংশ নেন চালকরা। তারা প্রতিবাদে হর্ন বাজাতে থাকেন অনবরত। ফলে অটোয়া এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার বেশির ভাগ মানুষ করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেন। দেশটির টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৮৩ শতাংশ মানুষ টিকা নিয়েছে।
কানাডার সিএফআরএ রেডিওকে অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, “বিক্ষোভকারীরা টানা হর্ন ও সাইরেন বাজিয়ে যাচ্ছেন, ক্রমবর্ধমানভাবে ‘অসংবেদনশীল’ আচরণ করছেন। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে পার্টি করছেন তারা।”