
পীর হাবিবুর রহমানের মৃত্যুতে লন্ডনের মসজিদে দোয়া
সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ ফেব্রুয়ারী বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আয়োজনে মিলাদ ও দোয়া পড়ান ব্রিকলেন জামে মসজিদের ইমাম হাফিজ মতিউর হক। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মারুফ আহমদ, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ আব্দুল ওয়াহিদ।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক জাহেদী ক্যারল, মোসলেহ উদ্দিন, মিসবাহ জামাল, মুহাম্মদ জুবায়ের, মুশতাক বাবুল, ড. আনিসুর রহমান,জাকির হোসেন কয়েস, আবুল হাসনাত, লণ্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, জেডইউএম নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক আব্দুল কাইয়ূম, শাকির আহমেদ, প্রেসক্লাবের আইটি ও কমিউনিকেশন সেক্রেটারী আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, মুস্তাফিজুর রহমান বেলাল, মোহাম্মদ এনামুল হক চৌধুরী,মাসুদ রহমান, রেদওয়ান আহমদ, আব্দুল বাসির সহ আরো অনেকে।
দোয়ায় পীর হাবিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম ইউরোপ ব্যুরো চীফ মোহাম্মদ আফজাল হোসাইন ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু পীর হাবিবের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।
গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমান। পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা ওই দিন এশার নামাজের পর ঢাকার উত্তরা ৪ নং সেক্টরের পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরবর্তীতে তার মরদেহ জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হয়।