
সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই
সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক বাণিজ্যিক সম্পাদক শামসুল আলম বেলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর, সিটি এডিটর ও বাণিজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নামাজে জানাজা দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।