
সামরিক উত্তেজনার চেয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বেশী: ইউক্রেন
মস্কো ইউক্রেনে অনুপ্রবেশের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করার প্রেক্ষিতে ইউক্রেন রোববার বলেছে, হামলার চেয়ে কূটনীতির মাধ্যমে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক বিবৃতিতে বলেছেন, “পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে যে, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার চেয়ে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ যথেষ্ট বেশি।” খবর এএফপি’র।
এদিকে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে যে কোনো দিন হামলা চালানোর নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই ধারণা করা হচ্ছে।
তবে এই পরিস্থিতিতেও কূটনৈতিক পন্থায় সংকটের সমাধান হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান বলেছেন, কয়েকদিন বা সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলার নির্দেশ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে তিনি এমন টা দাবি করেন।
এদিকে এবিসি চ্যানেলর ‘দিজ উইক’ অনুষ্ঠানে সুলিভান বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেবেন, এমন সম্ভাবনা বেশ জোরালো। এটি আগামীকালও হতে পারে আবার, কয়েক সপ্তাহের মধ্যেও হতে পারে। সীমান্তে সৈন্য সমাবেশের মাধ্যমে পুতিন এমন এক অবস্থানে চলে গেছেন, যেখান থেকে তিনি আগ্রাসী আচরণ করতে সক্ষম।’
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
পূর্ব ইউরোপে উত্তেজনা কমাতে সোমবার মস্কো সফরে যাওয়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। এর একদিন আগে হওয়া এই ফোনালাপের ব্যপ্তি ছিল ৪০ মিনিট।