
অমর একুশে বইমেলা ১৫-২৮ ফেব্রুয়ারি
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। এরপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ বইমেলা।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরের অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।