
কোভিডের নয়া রূপ হতে পারে আরও ভয়ঙ্কর
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। দিন দিন বেড়েই চলেছে এ সংখ্যা। কোনো ভাবেই যেনো লাগাম টানা যাচ্ছে না করোনার। এরই মধ্যে করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকে সারা বিশ্বে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহমুদ মঙ্গলবার জানান, নভেম্বরের শেষে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করার পর থেকে বিশ্বজুড়ে ১৩ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৫ লাখ মানুষ।
এদিকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন, আগামী দিনে কোভিডের রূপ ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে।
ওমিক্রনের ধাক্কা পেরিয়ে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে দেশ তথা গোটা বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরও এক বার উদ্বেগ বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র সতর্কবার্তা।
সাম্প্রতিকতম সাংবাদিক সম্মেলনে হু-র পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, আগামী দিনে কোভিডের যে নয়া রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভ বলেন, ‘‘পরের যে রূপটি চিন্তার কারণ হবে তা নিশ্চিত ভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলিকে ছাপিয়ে যেতে হবে। আসল প্রশ্ন হল, আগামী রূপগুলির মারণ ক্ষমতা কতটা বেশি হবে।’’
পাশাপাশি তাঁর মতে, আগামী রূপগুলি আরও সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই অতিমারি শেষ হয়ে যাওয়ার কোনও রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তাঁর। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম।
প্রসঙ্গত কোভিডের প্রাথমিক রূপটির তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তার পর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা। আবার মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন। কাজেই যখনই কোভিডের কোনও রূপ উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গিয়েছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এর পর যদি উদ্বেগজনক কোনও রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান রূপগুলিকে। উদ্বেগ বাড়িয়ে কারখভের সাফ কথা কোভিডের পরবর্তী রূপগুলির মারণ ক্ষমতা কম হবে এমন কোনও নিশ্চয়তা নেই।