
মৃধা শোর কুইজ সেরার পুরস্কার বিজয়ীর হাতে
এমএএইচ লন্ডন টিভি ‘র ‘মৃধা শো’ ব্রিটেনের অনলাইন টিভি শো’র মধ্যে দর্শক নন্দিত জনপ্রিয় এবং নিয়মিত একটি টক শো। গত ১লা জানুয়ারি ২০২২ এ ১০০ পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কৌতুক, ধাঁ ধাঁ এবং কুইজ প্রতিযোগিতা ছিলো। এই পর্বের কুইজে অংশ নেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কুইজ প্রেমিরা।
এদিকে ১০০তম পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন লন্ডন প্রবাসী এম কামরুজ্জামান। গত মঙ্গলবার হুয়াইট চ্যাপেল রোড়ের সোনার গাঁও রেস্টুরেন্টে ছোট্ট পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে £১০০ পাউন্ড ক্যাশ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এমএএইচ লন্ডন টিভির সিইও আইনজীবি আব্দুল হামিদ টিপু, লন্ডন বাংলা ভয়েজ পেইজ এর কর্নধার সাংবাদিক জাকির হোসেন কয়েস, সাংবাদিক আহসানুল আম্বিয়া সুভন এবং মৃধা শোর উপস্থাপক মো. রেজাউল করিম মৃধা।
উল্লেখ্য, মৃধা শোর ১০০তম পর্বে অতিথি হিসেবে অংশ গ্রহণ করেছিলেন সাংবাদিক, দেশ পত্রিকার সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদসহ আরও অনেকে।
মৃধা শোর বিরামহীন পথচলা এবং ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান। প্রবাসে বাংলা সংস্কৃতি, সমাজের অসংগতি এবং বাংলার ইতিহাস ঐতিহ্য, কমিউনিটির ব্যর্থতা এবং সফলতা তুলে ধরতে প্রতি শনিবার মৃধা শো প্রচারিত হয়।