
সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি: আলিয়া
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন ভারতের জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অজুর্ন। তার এই সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সিনেমায় আল্লুর বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে চর্চা হচ্ছে ঘরে-বাইরে সবখানে।
এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন অল্লু। অন্য দিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভন্সালীর চর্চিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়ারি’-র মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।
ছবির প্রচারের জন্য সম্প্রতি তিনি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী। আলিয়ার কথায়, ‘‘আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন অল্লু অর্জুনের ভক্ত! তাঁদের একটিই প্রশ্ন, আমি কবে অল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?’’
আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাঁকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভট্ট পরিবারের প্রশ্ন, ‘‘আলু, তুমি অল্লুর সঙ্গে কবে কাজ করবে?’’ উত্তরে আলিয়া, ‘‘সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!’’
আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের প্রশ্ন, ‘‘আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?’’ উত্তরে আলিয়া, ‘সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!’
উল্লেখ্য, ভারতে মোট ৩১৯ কোটির ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। বিদেশে এই লাভের পরিমাণ ৩৫ কোটি। যোগ করলে মোট লাভ দাঁড়ায়, ৩৫৪ কোটি। করোনা মহামারির মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে। জয় করেছে লাখো ভক্তের মন।
সূত্র : আনন্দবাজার