
আ.লীগের প্রস্তাবিত নামের তালিকা সার্চ কমিটিতে জমা
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিজেদের প্রস্তাবিত নামের তালিকা সার্চ কমিটিতে জমা দিয়েছে আওয়ামী লীগ। দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে সার্চ কমিটির দফতরে এই তালিকা জমা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আওয়ামী লীগের তালিকা সার্চ কমিটিতে জমা দেওয়ার পর সেলিম মাহমুদ বলেন, দলের পক্ষ থেকে ১০ জনের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ ভোট দিলেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, না হলে নয়।
বিএনপির নামের তালিকা জমা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। তারা গণতন্ত্রের পথে ফিরে আসবে।
আওয়ামী লীগের নেতারা এর আগে বলেছিলেন, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের মধ্য থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করা হবে। নামের তালিকা তৈরির ক্ষেত্রে ক্লিন ইমেজকে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশ করার শেষ দিন আজ। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে আজকের পর আর নাম প্রস্তাব করা যাবে না।
এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে সার্চ কমিটির কাছে কাদের নাম দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়। সভাপতিমণ্ডলীর প্রত্যেক সদস্য ওই সভায় পাঁচজনের নাম প্রস্তাব করেন।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। একইদিন (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটির বাকি সদস্যরা হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।