
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২০
পেরুতে বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।
জানা যায়, বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল। তায়াবাম্বা থেকে ট্রুজিলো ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) রাস্তা। আর এ রাস্তা এতটাই খারাপ যে এটা পারি দিতে সময় লেগে যায় ১৪ ঘণ্টা।
অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গতবছর নভেম্বরেও একই সড়কে ১০ জন মানুষ নিহত হন।
সূত্র: এএফপি, এনডিটিভি