
নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল আরও ৭ দেশ
ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বেড়ে যাওয়ায় রও সাত দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে এসব দেশ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
অন্যদিকে, ইসরায়েল তাদের দূতাবাসের কর্মীদের স্বজনদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে।
তবে, ইউরোপীয় কমিশন এখনই ইউক্রেন থেকে তাদের কর্মীদের সরাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, ‘আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনই আমরা কর্মীদের সরিয়ে নিচ্ছি না। তবে, কর্মস্থলে যাওয়া জরুরি নয় এমন কর্মীদের দেশের বাইরে থেকে ভার্চুয়ালি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।’
এদিকে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দেওয়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরকিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরতে এ সময়সীমা বেধে দেওয়া হয়।
এর আগে নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ ছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আলোচনায় বসার কথা রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে পুতিন-ম্যাক্রোঁর দ্বিতীয় দফা বৈঠক হতে যাচ্ছে এটি।