
কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় এ নির্দেশনা জারি করেন।
মেলানি জয় বলেছেন, যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে তাই ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো। খবর আনাদোলুর।
এক বিবৃতিতে মেলানি জয় আরও বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউক্রেনে অপেক্ষা করছেন।
এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরাইল তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরত নিয়ে গেছে।