
ইউক্রেন সংকট: ছুটি সংক্ষিপ্ত করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে সারা বিশ্ব। উত্তেজনা বেড়ে যাওয়ায় এরই মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পারিবারিক ছুটি সংক্ষিপ্ত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা সূত্রের বরাতে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
সিনিয়র প্রতিরক্ষা সূত্র জানায়, পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিরক্ষামন্ত্রী নির্ধারিত ছুটি সংক্ষিপ্ত করেছেন।
ওয়ালেস ইউরোপে ছুটি কাটাচ্ছিলেন স্ত্রী ও সন্তান নিয়ে।
টুইটারে ওয়ালেস লিখেছেন, মস্কো থেকে শনিবার সকালে ফিরে আসার পর এবং ইউক্রেন সংকটের অবনতি হওয়ায় আমি বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটানো বাদ দিয়ে দেশে ফিরে আসছি।
এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে তালেবানের দখল অভিযানের সময় ছুটি কাটানো অব্যাহত রেখেছিলেন। অনেকেই মনে করেন একারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।