
চ্যানেল এসের সিনিয়র প্রযোজকের বাবার মৃত্যু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
চ্যানেল এসের সিনিয়র প্রযোজক ও লন্ডন বাংলা প্রেসক্লাব মেম্বার আহাদ আহমেদের বাবার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আরও বলা হয়, আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি।

উল্লেখ্য, আহাদ আহমেদের পিতা মো. সিদ্দেক মিয়া ১৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের পাহাড় বর্ষীজুড়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাউজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। এর আগে ১২ ফেব্রুয়ারী তিনি হৃদরোগে আক্রান্ত হলে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
সিদ্দেক মিয়া স্ত্রী ৪ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। মো. সিদ্দেক মিয়া চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলীলের আপন ফুফা।
মরহুম মো. সিদ্দেক মিয়ার বড় সন্তান বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আহাদ আহমেদ তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।