
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইচআরএম ও পিজিডিএইচআরএম বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস ও গুগল শিটস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
৩০,০০০/-টাকা। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর আরও ৩৫০০০ টাকা বাড়বে। এছাড়াও মোবাইল বিল, লাঞ্চ সুবিধা, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে। থাকছে ফ্রি বিমান ভ্রমণের সুবিধা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৯ ফেব্রুয়ারি, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।