
চট্টগ্রামে শনাক্তের হার ৬.৩১ শতাংশ
চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ২ হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৯ জনই নগরীর বাসিন্দা।
বাকি ৪৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৫, আনোয়ারার ৬, পটিয়ার ৩, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ২, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ৩ জন রয়েছেন।
এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১০৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ২৪৬ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।