
পরীমনি-রাজের বিয়ের বৈধতা জানাতে উকিল নোটিশ
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী স্বপ্রণোদিত হয়ে পরীমনিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরীমনি ও তার স্বামী রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভ নামে এক জনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাকে ডিভোর্স না দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শরীফুল রাজ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। এক লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। সৌরভকে তালাক না দিয়েই পরীমনি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করেছেন।
গত ১০ জানুয়ারি মিডিয়ার মাধ্যমে তিনি পরীমনির সন্তানসম্ভবা হওয়ার কথা জানতে পারেন বলে মাযহারী নোটিসে আরও উল্লেখ করেন।
মাযহারী বলেন, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহের তালাক কবে কোথায় হয়েছে তা জানাতে বলা হয়।
এছাড়া সেই তালাকনামার সহিমুহুরি নকল এবং গত বছরের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে হওয়া বিয়ের কাবিননামারও সহিমুহুরি নকলের সংযুক্তিসহ নোটিশের জবাব দিতে বলা হয়, জানান মাযহারী।
“অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হব,” বলেন তিনি।