
লন্ডনে যানবাহনের ভাড়া আবারও বাড়লো
লন্ডনে গণপরিবহনের ভাড়া আবারও বাড়ছে। দেশটির মেয়র সাদিক খান রাজধানীর বাস এবং টিউবের যাতায়াতের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার মেয়রের ভাড়া বাড়ানোর এ ঘোষণার ফলে রাতারাতি লন্ডনে ৫ শতাংশ ভাড়া বাড়ছে। যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ভাড়া বাড়ানোর ঘটনা।
ওয়েস্টার কার্ড অথবা কন্টাক্টলেস কার্ডে, জোন ওয়ানে, টিউবে, সিঙ্গেল ট্রিপে ভাড়া ১০ পেন্স বেড়ে হবে আড়াই পাউন্ড। আর বাস ভাড়াও ১০ পেন্স বৃদ্ধি পেয়ে হবে আ পাউন্ড ৬৫ পেন্স।
জানা গেছে, ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) করোনা লকডাউন পরবর্তী সময়ে এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই ব্যাপক ক্ষতিগ্রস্থ অবস্থায় রয়েছে। এর থেকে উত্তরণের জন্য আবারও বাস এবং পাতাল রেলে ভাড়া বাড়ানোর নতুন এ ঘোষণা দেওয়া হলো। লন্ডনের বাসিন্দাদের ওপর এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে যোগ হয়েছে এ ভাড়া বৃদ্ধি।
এর ফলে লন্ডনের মানুষকে যানবাহনে যাতায়াতের ক্ষেত্রে বছর অতিরিক্ত ১৫১ মিলিয়ন পাউন্ড ভাড়া গুনতে হবে।
মেয়র জানিয়েছেন, অল্প কিছুদিনের ব্যবধানে এই ভাড়া বৃদ্ধি ব্রিটিশ সরকারের নির্দেশনা অনুযায়ী এবং টিএফএল-কে পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ঘোষিত হয়েছে। এর আগে ২০১২ সালে বরিস জনসন লন্ডনের মেয়রের দায়িত্ব পালনের সময় ৬ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন।
চলুন জেনে নেওয়া যাক ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কিছু তথ্য- লন্ডন টিউবে ওয়ান আপ জোনের ভাড়া ১০ পেন্স থেকে ২.৫০ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে। বাসের ক্ষেত্রে ১০ পেন্স থেকে ১.৬৫ পাউন্ড বাড়ানো হয়েছে। ডেইলি ক্যাপের ক্ষ্বত্রে ৩.৮ শতাংশ বেড়ে গেছে। ডেইলি ক্যাপে বাসের জন্য ৩০ পেন্স থেকে ৪.৯৫ পাউন্ড পর্যন্ত বেড়ে গেছে। ১১ বছরের নিচের বয়সী শিশুদের বিনা টাকায় ভ্রমণ করানো যাবে। এদিকে এমিরেটস ক্যাবল কারে ভ্রমণের ক্ষেত্রে ২৫ শতাংশ বেড়ে ৫ পাউন্ড করা হয়েছে। টিউবে মিনিমাম ভাড়া ৮০ পেন্স থেকে ৬.৩০ পাউন্ড পর্যন্ত করা হয়েছে। এদিকে লন্ডন টিউবে স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ কম যাত্রী চলাচল করছে। ফলে স্বাভাবিকভাবেই টিএফএলকে ইদানিং চ্যালেঞ্জের মুখে পরতে হচ্ছে।