
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
সিরাজগঞ্জ পৌর এলাকায় আবদুর রহমান নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর এলাকার চর রায়পুরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুর রহমান পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মো. সুজাবত আলীর ছেলে।
আবদুর রহমানের দুলাভাই আবু হানিফ বাবু বলেন, সারা দিন ব্যবসার কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে চর রায়পুর মহল্লায় গেলে আবদুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী হত্যার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, ‘ধারালো ছুরি দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।’