
আকরাম খানের ছোট ভাই আর নেই
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খানের চাচা আকবর খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
এই আকবার খানের হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি তামিমের।
অধিনায়ক লিখেছেন, ‘উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’