
ভারতে কুয়ায় পড়ে নিহত ১৩
উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠান উদযাপনকালে একটি কূপে পড়ে ১৩ জন নারী ও মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যটিতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনাক্রমে তারা একটি কুয়ার মধ্যে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
উত্তর প্রদেশের কুশিনগরে এই নারী ও মেয়ে শিশুরা বুধবার কূপটি ঢেকে রাখা একটি লোহার স্লাবের উপর বসেছিলেন, এ সময় স্লাবটি ধসে পড়ে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা অখিল কুমার সাংবাদিকদের একথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট এস রাজলিঙ্গম বলেন, কুয়োটি পুরানো এবং স্লাবটি তাদের ভার বহন করতে পারেনি।
তিনি বলেন, স্লাব ধসে তারা নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপে চাপা পড়ে। এই নারী ও শিশুরা তাদের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছিল।
সংবাদমাধ্যম বলছে, কুশিনগর জেলার নেবুয়া নওরঙ্গিয়া থানার নওরঙ্গিয়া স্কুল টোলার ওই বাড়িতে বুধবার রাতে স্থানীয় নারীদের অংশগ্রহণে বিয়ের হলুদের অনুষ্ঠান ছিল। আর এ কারণেই অনেক নারী ও কিশোরী বাড়িটিতে ভিড় করেছিলেন। এরপরই একপর্যায়ে সেখানে দুর্ঘটনা ঘটে। এতে বিয়ের আসর কার্যত শোকে পরিণত হয়।
এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়ের অনুষ্ঠানে এতো প্রাণহানির ঘটনাকে ‘হৃদয়-বিদারক’ বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানো সবার পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।