
চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা থেকে ভৈরবগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার ধুপ্তারা বান্টি এলাকায় এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই বাসের চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে চলন্ত বাসটিতে আগুন লেগেছ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।