
ফারিয়া-যশের নতুন ছবি ‘রকস্টার’
কলকাতায় ‘ভয়’ নামে একটি ছবির কাজ চলছে নুসরাত ফারিয়ার। রাজা চন্দ পরিচালিত এই ছবির শুটিং এখনো এক ধাপ বাকি। এরই মধ্যে ‘রকস্টার’ নামে কলকাতার নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন ঢাকাই ছবির এই নায়িকা। গতকাল থেকেই কলকাতার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির। নুসরাত ফারিয়ার নায়ক কলকাতার যশ দাস গুপ্ত। যেখানে দ্রুতই যোগ দেবেন বাংলাদেশের চিত্রনায়িকা।
সিনেমাটি প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ নুসরাত ফারিয়া। শুধু বলেন, ‘রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমা এটি। দু-একদিনের মধ্যে ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছি।’
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করছে আয়ুষ্মান প্রত্যুষ। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। কলকাতা থেকে প্রযোজক এসপি ইন্টারন্যাশনাল। বাংলার পাশাপাশি ‘রকস্টার’ সিনেমার হিন্দি সংস্করণও হবে।
এ ছাড়া জানা গেছে, নুসরাত ফারিয়া দ্রুতই কলকাতার পরিচালক রাজ চন্দর ‘ওয়েডিং বেলস’ সিনেমার শুট শুরু করবেন।