
পুতিনকে আলোচনার প্রস্তাব ইউক্রেনের
রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই চলমান সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট কী চান, তাই আমি আলোচনায় বসার প্রস্তাব করছি।’
এদিকে, যেকোনো কিছুর জন্যই প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে। শনিবার তাদেরকে কামানের গোলা ছুড়েও মহড়া করতে দেখা গেছে বলে সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি বলেন, আমরা সেনাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই অবিশ্বাস্য সাহসিকার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই যেকোনো ধরনের অবস্থার জন্য প্রস্তত।
এছাড়াও জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি এ ঘটনায় ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান তিনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ইউক্রেনের প্রস্তাবের বিষয়ে ক্রেমলিন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পশ্চিমা নেতারা ক্রমবর্ধমান ভয়ানক সতর্কবার্তা দিয়ে বলছেন, রাশিয়া তার প্রতিবেশীর ওপর যেকোনো সময়ে আক্রমণ করবে বলে মনে হচ্ছে।
কয়েক দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ও অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যেতে বলেছে। জার্মান বিমানবাহী সংস্থা লুফথানসা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ওডেসার ফ্লাইট বাতিল করেছে।
কিয়েভে ন্যাটোর লিয়াজোঁ অফিস জানিয়েছে, তারা কর্মীদের ব্রাসেলস এবং পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তর করছে।