
ব্রিটেনে শনিবার করোনায় মারা গেছেন ১৫৮ জন
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এছাড়াও আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে।
দেশটিতে গত ২৪ ঘন্টায় (শনিবার) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭৭ জন। গত শুক্রবার ছিলো ৪৭ হাজার ৬৮৫ জন, বৃহস্পতিবার ছিলো ৫১ হাজার ৮৯৯ জন।
এছাড়াও করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ২১৬ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জন।
এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২৮ জন। গত শুক্রবার ছিলো ১৫৮ জন, বৃহস্পতিবার ছিলো ১৮৩ জন।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৭ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার ৩০৬ জন।