
১ নয় ২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয় খোলার সময় এক দিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মার্চ খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ পবিত্র শবে মেরাজ হওয়ায় ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে।
এর আগে গত শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন ১ মার্চ প্রাথমিক বিদ্যালয় খুলবে।
এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে ১ মার্চ ক্লাস শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।